Home > kobita

তানিয়া আক্তারের কবিতা ‘উপাসনা’

...কবিতা... উপাসনা -তানিয়া আক্তার পথিক! তুমি তাকে উপহাস করো? যে বিদ্রোহী আত্মার, ব্যর্থ কর্মীর, শত শত ব্যর্থতার কালিমায়, দলিত-বিদলিত অনুশোচনা নিক্ষেপ করো অনন্ত গভীর অন্ধকারে, নিভৃতে, তুমি যে সফলতার উপাসনা করো। ক্ষত বিক্ষত মস্তিষ্ক মাড়িয়ে যে দ্বারে বার বার রুদ্ধ হওয়ার যাতনায় ফিরে যাও! যে দ্বারে অনন্ত বিষাদের চাবি আটা। বিষাদের আত্মাভিমান ছাপিয়ে আরো একবার যেথায় নোঙর ফেলতে চাও! জয় করতে চাও অকূল

বিস্তারিত পড়ুন