Home > ইচ্ছে করে ।। রিয়াদ হাসান

ইচ্ছে করে ।। রিয়াদ হাসান

আমার বড় ইচ্ছে করে পাখির মতো ডানা মেলে উড়ে যাব দূরে পুকুর জলে স্নান করব মনের সুখে গান ধরব কোকিলের ঐ সূরে। - আমার বড় ইচ্ছে করে মাছের মতো স্বাধীন হয়ে কাটব সাঁতার জলে পাখির মতো স্বাধীন রবো মধুর খোঁজে শরিক হব মৌমাছির ঐ দলে। - আমার বড় ইচ্ছে করে প্রজাপতির মতো উড়ে আনব ফুলের কলি ভ্রমরগুলোর সাথে মিশে বসে গোলাপের ঐ শীষে মধুর কথা বলি। - আমার বড় ইচ্ছে করে ঘোড়ার

বিস্তারিত পড়ুন