Saturday, June 10, 2023
Home > খেলাধুলা > টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

Spread the love

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মাহমুদউল্লাহকে অধিনায়ক করে ঘোষিত ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে প্রথমবারের মতো বিশ্বকাপে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, শামীম হোসেন, শরীফুল ইসলাম, মেহেদী হাসান ও নাসুম আহমেদ। আসরের প্রথম পর্ব শুরু হবে ১৭ অক্টোবর, ওমানে। প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড।

দীর্ঘদিন টি-টোয়েন্টিতে না খেলা এবং পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় বিশ্বকাপ থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল। সঙ্গত কারণেই তাকে ছাড়া দল ঘোষণা করা হয়েছে। শুরুর আসর ২০০৭ বিশ্বকাপের পর এই প্রথম দেশের হয়ে খেলবেন না বাঁহাতি অভিজ্ঞ এই ওপেনার।

বাংলাদেশ দল – মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মেহেদী হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম।

স্ট্যান্ড বাই – রুবেল হোসেন, আমিনুল ইসলাম।

Facebook Comments