Wednesday, January 19, 2022
Home > ছড়া/কবিতা > সমাদর ভ্যালু – জেবুননেসা হেলেন

সমাদর ভ্যালু – জেবুননেসা হেলেন

Spread the love

প্লাটফরমে নামতেই
তোমার নীল চোখ
মনে পড়লো!
ধুস!
তুমিতো আর এই প্লাটফরমের
যাত্রী না।
বার বার ভুল হয়।
বার বার নিজেকে শুলে চড়াইও!
ফের জেগে উঠি…

ফের পিছে ফিরে দেখি,
ইংরেজদের সেই নীল কুঠি!
জানোতো,স্বাধীনতার মানে?

একবার নেমেই দেখো,
ঠিক তেমনি আছে
যেমন ছিলো- বন্যায় ভাসা সেই দ্বীপের মত পাশাপাশি বাড়িতে
কলার ভেলায় ভাসা ভ্রুকুটি…

তখন প্রথম প্রহর
সবে স্বাধীন শহর
নীলকর নীল লজ্জায়
ছেড়েছে নগর।

শুধু তখন শিখি নি কেউ
দ্বিপ্রহরে কোনো কোনো শীত প্রহরের
নরম আদর।

Facebook Comments