Sunday, January 16, 2022
Home > ছড়া/কবিতা > শাহরিয়ার জামান তনয়ের দু’টি কবিতা

শাহরিয়ার জামান তনয়ের দু’টি কবিতা

Spread the love
অপেক্ষার প্রহর!
কিভাবে ভুলি রাতের জোছনায় ভরা তোমার অকৃত্রিম হাসি!
কিভাবে ভুলি অসহনীয় প্রতিক্ষায় দীর্ঘায়ু প্রহর!
 
অত:পর মুখোমুখি দু’জনে, ভীত সন্ত্রস্ত শিরা ধমনীর থর থর কাঁপুনি!
 
কিভাবে ভুলি তোমার নিশ্চিত সংস্পর্শে উপস্থিতি!
চিরকুটের গন্ধ! সিদ্ধ তনুর সৌরভ! বিস্তর চোখে লেগে থাকা লাবণ্য!
 
কিভাবে ভুলি রোমাঞ্চিত অনুযোগ অভ্যর্থনা-
ঠোঁট ফাটা শীতে তোমার উষ্ণ দীর্ঘশ্বাস!
 
অবশেষে ভুলেছি আমাকে আমি!
নিজেকে নিজে অজানায় মিশে মিশে
তিলে তিলে গিলে ফেলেছি আমাকে আমি!
 
স্বপ্নের কথা বলি!
 
একদিন বেলাশেষে রাস্তার পাশে দেখা হয়েছিলো আমাদের!
সেদিন কথা হয়েছিলো বেশ অস্থির বর্ণমালায়!
হৃদয়ে হৃদয়ে লেগেছিলো দুর্যোগ
এরপর ফিরে গেছি পথে, পথে পথে বনে।
 
বহুদূর পর আজ!
অনুতপ্ত রাতের উপর শুয়ে পরছিলো মেঘ
আকাশ থেকে দলছুট তারা খসে পরছিলো পৃথিবীর পথে!
নিশাচর পাখি ডানায় তুলে নিয়েছিলো জীবনের উৎসব!
হৃদয় দিয়ে বুঝেছিলাম হৃদয়ের রক্তির উল্লাস।
 
এইসব বেখায়াল অদূর দুঃস্বপ্ন সকল বেজে ওঠে কেমন
বিপুল অন্ধকার মেখে হেঁটে যায় বুকে।
Facebook Comments