ঈদ উপলক্ষ্যে ‘সাফল্য প্রকাশনী’ আপনার কাছে আলোচ্য উপহারটি পৌঁছে দেয়ার আয়োজন করেছে। ১লা জুন থেকে শুরু হয়ে ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই আয়োজনটি। উপহার হিসেবে প্রতিদিন একজনকে ‘বিশ্বসাহিত্য কেন্দ্র’ অথবা ‘সাফল্য প্রকাশনী’ প্রকাশিত একটি ব্যক্তিগত উন্নয়নমূলক ‘বই’ প্রদান করা হবে। যেহেতু প্রশ্নগুলো চিন্তামূলক, তাই সবচেয়ে সুন্দর উত্তরটাই গ্রহণযোগ্য হবে। বিচারকদের সম্মিলিত সম্মতিতে বিজয়ী নির্বাচন করা হবে।
বিজয়ী উত্তরদাতার কাছে ডাকযোগে পুরস্কার পৌঁছে যাবে।
প্রশ্নঃ-৬
★ আজকের প্রশ্ন :
প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলি:
★ okkhorbd.com -এর ওয়েবসাইটে প্রতিযোগিতার পোস্টের কমেন্ট বক্সে উত্তর দিতে হবে। (এই পোস্ট এ নিচের কমেন্ট বক্সেই উত্তর দিতে হবে)
★ এই প্রতিযোগিতার পোস্টটি ওয়েবসাইট থেকে অবশ্যই আপনার ওয়ালে (পাবলিক অপশন দিয়ে) শেয়ার করতে হবে।
★ প্রতিদিন দুপুর ১২:০০ টায় প্রশ্ন পাওয়ার পর থেকে রাত ১২:০০ টার আগ পর্যন্ত একবারই উত্তর দেওয়া যাবে।
আগামীকাল অক্ষর বিডির পোর্টালে আজকের বিজয়ী ঘোষণা করা হবে।
#ব্যক্তিগত_উন্নয়ন #ইতিবাচক_চিন্তা #সাফল্য