Monday, January 17, 2022
Home > বিজয় কুইজ কন্টেন্ট > সাফল্য কুইজ কন্টেন্ট দ্বিতীয় দিনের বিজয়ীর নাম প্রকাশ

সাফল্য কুইজ কন্টেন্ট দ্বিতীয় দিনের বিজয়ীর নাম প্রকাশ

Spread the love
ঈদ উপলক্ষ্য আয়োজিত সাফল্য কুইজ কন্টেন্ট-এ গতকালের প্রশ্ন ছিল :
 
“এমন একটি অনুপ্রেরণামূলক বইয়ের নাম বলুন, যেখান থেকে ধারণা নিয়ে আপনি জীবনে কাজে লাগিয়েছেন”
 
বেশ সুন্দর সুন্দর উত্তর এসেছে। বিচারকদের বিবেচনায় সবচেয়ে সুন্দর উত্তরটি দিয়েছেন — Naziah Shahid
তাঁর উত্তর ছিল: আর্নেস্ট হেমিংওয়ের ‘দি ওল্ড ম্যান এন্ড দ্য সী’।

হাজারো প্রতিকূলতায়, চাহিদা ও নিয়তির দ্বন্দ্বে, লক্ষ্যে অবিচল থাকার অনুপ্রেরণা পাই এই উপন্যাসে। বুড়ো সান্টিয়াগোর ক্রমাগত সংগ্রাম আর প্রতিকূলতাকে মিলিয়ে নিতে পারি আমাদের বাস্তব জীবনের সাথে।

সেই অর্থে আত্মউন্নয়নমূলক বই না, কিন্তু রূপক কিছু চরিত্রও আমাদের মননে জীবন্ত হয়ে আলোড়িত করে চিন্তাধারাকে। “But man is not made for defeat. A man can be destroyed but not defeated.”

 
তাঁকে সাফল্য প্রকাশনী ও অক্ষর বিডি পরিবারের তরফ থেকে জানাই অভিনন্দন এবং তাঁর উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
 
প্রথম দিনের বিজয়ীকে সাফল্য প্রকাশনী অথবা অক্ষর বিডির অফিসিয়াল ফেসবুক পেইজের ইনবক্সে ঠিকানা জানাবার অনুরোধ করছি। অচিরেই আপনার ঠিকানায় পুরস্কার পৌঁছে যাবে।
Facebook Comments