Wednesday, January 19, 2022
Home > গল্প > মুখোশ – অঞ্চিতা নীলা

মুখোশ – অঞ্চিতা নীলা

Spread the love
যে কিনা নিজের মন ভালো রাখার জন্য আমায় সবসময় হাসতে বলে, তারজন্য কতক্ষণ হাসা যায়?
যে কিনা তার পথের একাকীত্ব কাটাতে অন্যকে সঙ্গী করে, তার সাথে আর কত মাইল পথ পাড়ি দেওয়া যায়?
যে শুধু নিজের প্রশংসা শুনবে বলে, অন্যের প্রশংসায় মেতে ওঠে, তার সম্পর্কে আর কতক্ষণ প্রশংসা করা যায়?
নিজে হাসবে বলে যে অন্যকে হাসায়,
এটা বুঝতে পারার পর সে তার জন্য কতক্ষণ হাসা যায়?
যে আমার মন ভালো দেখতে চায় শুধুমাত্র তার স্বার্থে তার সাথে বন্ধুত্ব? যার আমার ভাল্লাগেনা শব্দ শুনতেও ভাল্লাগেনা,
অন্যের কষ্টের কথায় বিরক্ত ধরে, তার সঙ্গে আর যাই হোক মন খারাপের পথ চলা যায় না।
অভিনয়? আর কত করবেন?
এবার থামুন।
অনেক তো হল।
এসব করতে করতে আপনি হাঁপিয়ে ওঠেন না?
মনে হয় ওঠেন না।
কিন্তু আমি হাফিয়ে উঠেছি।
ক্লান্ত আজ আর পারছিনা।
আপনার এই লংটাইম প্রসেসে আমি কেন,কেউই থাকতে পারবেনা।
এখন আপনি অন্য কাউকে দয়া করে খুঁজুন। আমি আর প্রতি মুহূর্তে দাঁত ক্যালিয়ে আর এই অভিনয় করতে পারব না।
দুঃখিত আমি ভীষণ দুঃখিত।
নিজের ভালোর জন্য পথ যদি নিজেকেই বেছে নিতে হয় তবে সেই পথ আমি একাই পাড়ি দিতে পারব আশা করি।
Facebook Comments