শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
Home > ছড়া/কবিতা > জাতির জনকের কন্যা আজ জননী || মুসাদ্দাদ বিন মুসারহাদ

জাতির জনকের কন্যা আজ জননী || মুসাদ্দাদ বিন মুসারহাদ

Spread the love

সমস্ত পৃথিবীর চোখ বিস্ময়ে ঘোরে

বাঙলার নদী পাহাড় মাঠ ধান জব পাটের ভুই বনান্চল ও শূন্য প্রান্তরগুলি
জাতির জনকের কন্যা আজ জননী
বিশ্ব মানবতার মমতাময়ী মাতা
আবহমান কালের বাঙালির মমত্ব মূর্ত হয়েছে দেশরত্নের প্রকৃতিতে
এতদিন কি আমরা এমন মায়ের খোঁজেই ছুটেছি দিগদিগন্ত?আজকের পর
এখান থেকেই বিশ্বব্যাপী বিতরণ হবে শান্তির অমিয় সুধা
সুনীল আকাশ পাবে উজ্জল শুভ্রতা
ইথারে ভাসবে সুখ সঙ্গিত
সবুজ পাতায় ভরবে বৃক্ষশাখা
পদ্মাজলে বয়ে যাবে প্রমত্ত প্রেমের জোয়ার
শেখের কন্যার মত আমার দেশের নারীরা হবে সভ্যতার অহঙ্কারআমি নতুন এক সময়ের পদধ্বনি শুনতে পাচ্ছি বাতাসের তরঙ্গে
অন্ধকার পালিয়ে যায় ঐ কোন সুদূর সাগর সঙ্গম
মুক্ত পৃথিবীর ছবি ফুটে উঠছে প্রতিটি কোমলমতি শিশুর পবিত্র চোখে
শাপলা শালুকের শুভ্রতায় ছেয়ে যায় হৃদয়পুর
অন্তরের আহ্বানে জাগে সমস্ত সত্তা পরমানন্দে
প্রাণের ভেতর প্রেরণার সেজুতি জলে

সূর্যের কাছাকাছি পৌঁছতে উচ্ছলিত হয়ে উঠি
ইতিহাসের পাতায় হেঁটে আসি সহস্র বর্ষ
জাগরণের ঢেউ আছড়ে পড়ে বঙ্গের বন্দরে
বাঙলার বুক জুড়ে সোনালী ফসল
আঁকা বাঁকা নদী পথে নতুন দিনের আগমনী ধ্বনি
পৃথীবির শেষ প্রান্ত উদ্ভাসিত হয় এই মহিয়সীর খোলা চোখে

জননী সাজিয়ে তুলবেন
মনের মাধুরি দিয়ে
আসমুদ্র হিমাচল
সুজলা সুফলা ধনধান্যে ভরা বঙ্গভূমির সবুজ মানচিত্র
রাঙিয়ে তুলবেন লাল সবুজের শুভ্র পতাকা বিশাল বিশ্বের মোহন রঙে।

Facebook Comments