Sunday, January 16, 2022
Home > ছড়া/কবিতা > কবিতা উড়ে গেলো ।। সালমান সা’দ

কবিতা উড়ে গেলো ।। সালমান সা’দ

Spread the love

প্রিয়তমার জন্য ভেবে রাখা প্রিয় কবিতাটা উড়ে গেল।
উড়ে চলে গেল নাফ নদীর তীরে…
একটা বাসি পান্তার দরিদ্র থালায় গিয়ে পড়ল!
কংকালের গায়ে চামড়াবৃত এক মানুষ;
তার হাড় জিরজিরে হাতের নলায় চড়ে কবিতাটা উধাও হয়ে গেল!
তাও কিনা তিনদিনের উপবাসে শরণার্থী মানুষটার পেট পুরুক।
সাতদিন মাইল-কে-মাইল যুদ্ধে ছেঁড়াখোঁড়া পা দু’টো তার বিশ্রাম পাক!
চোখজুড়ে তার নেমে আসুক রাজ্যের ঘুম। সীমান্তের এপারে, তোমরা তাকে দুদণ্ড শান্তিতে স্বপন দেখতে দাও!
আমার হারিয়েছে প্রিয় কবিতা।
আর তার কিনা হারিয়ে গেল কবিতা বলার প্রিয় মানুষটিই

Facebook Comments