Saturday, June 10, 2023
Home > খেলাধুলা > কার্ডিফে থেমেছে বৃষ্টি, সরিয়ে নেয়া হয়েছে মাঠের কভার

কার্ডিফে থেমেছে বৃষ্টি, সরিয়ে নেয়া হয়েছে মাঠের কভার

Spread the love

বিশ্বকাপের মূল লড়াইয়ে মাঠে নামার আগে পাকিস্তানের বিপক্ষে আজ প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি।

বাংলাদেশ সময় বিকাল ৩.৩০ মিনিট থেকে ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে ম্যাচ শুরু হতে বিলম্ব হচ্ছে বৃষ্টির কারণে। প্রায় দুই ঘন্টা বৃষ্টির পর বৃষ্টি থেমেছে কার্ডিফে। সরিয়ে নেয়া হয়েছে কভার।

বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ। ২৮ মে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে টাইগাররা লড়বে ভারতের বিপক্ষে।

উল্লেখ্য, বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে প্রতিটি দলই দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর মূল লড়াইয়ে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে অন্তত ৯টি ম্যাচ খেলবে। ৩০ মে শুরু হবে এবারের বিশ্বকাপ।

একনজরে দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহী।

পাকিস্তান: সরফরাজ আহমেদ-(অধিনায়ক), ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, আসিফ আলী, সাদাব খান, ইমাদ ওয়াসিম, হ্যারিস সোহেল, হাসান আলী, শাহীন আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ হাসনাইন।

Facebook Comments