প্রতি ঈদের মতো এবারো একাধিক একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তবে শুধু ছোটপর্দাতেই নয়, ঈদের পর আবারো বড়পর্দায় দেখা যাবে এই অভিনেতাকে। তার মুক্তি প্রতীক্ষিত পরবর্তী ছবি ‘দেবী’। যেখানে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এরইমধ্যে বেশকিছু চমক দিয়ে তারা তাদের প্রচারণা চালিয়েছে। অন্যদিকে চঞ্চল এবার একটি ৭ পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ‘কলকাতার দাদাবাবু’ শিরোনামে এই নাটকটি ঈদের দিন থেকে রাত ৯টা ৪০ মিনিটে প্রচার হবে নাগরিক টিভিতে। নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নাটকটিতে আরো অভিনয় করেছেন শবনম ফারিয়া, সাজু খাদেমসহ অনেকে। উত্তরাধিকার সূত্রে তিনি এদেশের অনেক জমি-জমার মালিক। এগুলো এখন ভোগ দখল করে বাড়ির কাকাবাবুরা। তিনি থাকেন কলকাতাতে। একদিন খবর এলো দাদাবাবু আসছেন। তিনি এসে জমি-জমার হিসেব-নিকেশ করবেন এবং সব বেচাকেনা করে চলে যাবেন। বাড়ির সবাই একটু চিন্তার মধ্যেই পড়ে গেল। তবে দাদাবাবু জমি-জমার চাইতে আরো বড় কিছু নিয়ে গেলেন!
চঞ্চল চৌধুরী এবার ‘কলকাতার দাদাবাবু’

Spread the love
Facebook Comments