কেমন মৃত্যু চাই | মুহাম্মদ আইয়ূব
আমি অন্ধকার খুব ভয় পাই। একা এক রুমে ঘুমানোর অভ্যাস বিলকুল নাই। নির্জনে একা একা কোনদিন ঘুমিয়েছি বলে মনে পড়ে না। আজকাল বড় এক রুমে দুইজন ঘুমাচ্ছি। গতকাল রাতের কথা। আনুমানিক রাত সাড়ে এগারটা বাজে। পাশের জন মনের সুখে নাক ডেকে যাচ্ছে। মোবাইলের ব্যাপারে মনের সাথে সংগ্রাম করে ঘুমোনোর চেষ্টা
বিস্তারিত পড়ুন