Spread the love
আফিফ-ই-মুস্তফা
আচ্ছা পুতুলই কি শুধু মাটির তৈরি?
একদিক থেকে ঠিকই আছে।কথিত আছে মানুষ ও মাটির তৈরি।
তথ্যটা জেনেছিলাম স্কুল এ থাকতে,যখন নতুন ফুলের সুবাশে মৌ মৌ করত চারপাশ।শৈশবের সেই আমুদে বিকেল ………ইশ জল কেনো আবার চোখে?এই হল জ্বালা, আমিতো র পুতুল হতে পারলাম না।সে যাই হোক না কেনো পুতুল সমাজের নিস্তব্ধ আকাশের নিচে দাড়িয়ে প্রানসম্পাদন করা ঠিক একটা শোভা পায় না।অন্ধকার চাদরে ঠেকে থাকা সেই আকাশ যখন এক উজ্জ্বল নক্ষত্রকে গ্রাস করে তখনি নেমে আসে তীব্র জ্বালা,তীব্র বেদনা,নেমে আসে মাতৃবেদনার জ্বালা।তা বেশি দিন থাকে না,অন্ধকার আকাশ সরে যায়,কিন্তু নক্ষত্র কই?
তার বদলে নেমে আসে এক পশলা বৃষ্টি যার আবহে ভেসে যায় সব মানবীয় গুণাবলি,পুতুলের আসন্ন বিজয়।
Facebook Comments