Wednesday, January 19, 2022
Home > খেলাধুলা > সাত বছর ধরে ‘নটআউট’ : সাকিব

সাত বছর ধরে ‘নটআউট’ : সাকিব

সাকিব আল হাসান
Spread the love

দেখতে দেখতে কেটে গেল সাতটি বছর। সাকিব আল হাসান আর উম্মে আহমেদ শিশিরের বিয়ের সাত বছর পূর্তি হলো আজ (বৃহস্পতিবার)। ১২-১২-১২ অর্থাৎ ২০১২ সালের এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই যুগল।

বিয়ের তিন বছরের মাথায় তাদের ঘর আলো করে আসে কন্যা সন্তান আলাইনা হাসান অব্রি। তিনজনের সুখের সংসার বিশ্বসেরা অলরাউন্ডারের। সেই সুখের শুরু যেদিন থেকে সেদিনটির কথা কি এত সহজে ভুলে যাবেন সাকিব?

আজ নিজের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যে ছবিতে দেয়া ক্যাপশনটাও তিনি দিয়েছেন খেলার স্টাইলেই।


স্ত্রী উম্মে শিশিরকে নিয়ে ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে সাকিব লিখেছেন, ‘সাত বছর ধরে নটআউট, আমার গড়া সেরা জুটি।’

বিশ্বসেরা এই অলরাউন্ডার বর্তমানে আছেন নিষেধাজ্ঞায়। ম্যাচ গড়াপেটার তথ্য গোপন করার দায়ে তাকে দুই বছর (এক বছর স্থগিত) নিষিদ্ধ করেছে আইসিসি। দীর্ঘদিন ধরে তাই সাকিব খেলার বাইরে।

Facebook Comments