Sunday, January 16, 2022
Home > দেশ > বছরের প্রথম দিনেই ৮৪২৮ শিশুর জন্ম বাংলাদেশে

বছরের প্রথম দিনেই ৮৪২৮ শিশুর জন্ম বাংলাদেশে

Spread the love

অক্ষর : নতুন বছরের প্রথম দিনেই বাংলাদেশে অন্তত ৮৪২৮ শিশুর জন্ম হবে বলে জানিয়েছে ইউনিসেফ। সারাবিশ্বে আজ যে পরিমাণ শিশুর জন্ম হবে তার মধ্যে ২.১৩ শতাংশের জন্ম হবে বাংলাদেশে। নতুন বছরের এই দিনে সারাবিশ্বে অন্তত ৩৯৫,০৭২ শিশু জন্ম নেবে।

সারাবিশ্বের বিভিন্ন শহরে হুল্লোরকারীরা শুধু নতুন বছরকেই অনেক অনেক আয়োজনের মধ্য দিয়ে স্বাগত জানাবে না বরং তাদের শহরের সবচেয়ে নতুন ও সবছেয়ে ছোট বাসিন্দাদেরও স্বাগত জানাবে তারা।

ইউনিসেফ বলছে, ভারতে এই দিনে জন্ম নেবে ৬৯,৯৪৪ শিশু আর পাকিস্তানে ১৫,১১২ জন।

জন্ম নেওয়া শিশুদের চার ভাগের একভাগেরই জন্ম হবে সাউথ এশিয়াতেই।

চীনে জন্ম নেবে ৪৪,৯৪০ শিশু, নাইজেরিয়ায় ২৫,৬৮৫, ইন্দোনেশয়ায় ১৩,২৫৬, যুক্তরাষ্ট্রে ১১০৮৬, কঙ্গোতে ১০,০৫৩ শিশু।

সিডনিতে অন্তত ১৬৮ শিশু জন্ম নেবে, আর টোকিওতে জন্ম নেবে ৩১০ জন, বেইজিংয়ে ৬০৫ জন, মাদ্রিদে ১৬৬ জন এবং নিউ ইয়র্কে ৩১৭ জন। সুত্র : চ্যানেল আই অনলাইন।

Facebook Comments