Saturday, June 10, 2023
Home > বিনোদন > পাঁচ দিনে কত টাকা আয় করলো ‘দেবী’?

পাঁচ দিনে কত টাকা আয় করলো ‘দেবী’?

Spread the love

এরইমধ্যে ছবিটি নির্মাণের খরচ উঠিয়ে নিয়েছে বলে জানালেন ছবিটির পরিবেশক ও জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। তিনি বলেন, ‘ জয়া আহসান অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়েছেন আগেই। এবার নতুন প্রযোজক হিসেবে বেশ সাফল্য পেলেন তিনি। পরিবেশক হিসেবে যতটুকু আন্দাজ করতে পারছি তাতে এই চার দিনেই দিনেই ‘দেবী’ র খরচ উঠে এসেছে।’

আব্দুল আজিজ আরও জানান, ‘দেবী’র বাজেট কতো তা আমি এখনো জানি না। প্রডিউসার বলেনি। কিন্তু ছবি দেখে আমি আন্দাজ করতে পারি নির্মাণে কতো টাকা খরচ হয়েছে। সিনেমার বাজেট না জেনেই ডিস্ট্রিবিউটর হিসেবে বলছি, ‘দেবী’ গত কয়েক দিনে তার খরচ উঠিয়ে নিয়েছে।

‘ছবিটি মুক্তির পর থেকেই হলে হলে ঘুরছেন জয়া। দর্শকদের সঙ্গে বসে দেখছেন নিজের অভিনীত ও প্রযোজিত ছবি। দেবী’ প্রতি দর্শকদের সাড়া কেমন জানতে চাইলেন জয়া বলেন, ‘দর্শকদের ভালোবাসায় আমি মুগ্ধ। সবাই ছবিটি যারা দেখছেন তারা সবাই পজেটিভি মন্তব্য দিচ্ছেন। এতোদিন ছবিটির প্রচারণা আমি করছি এখন যারা দেখছেন তারাও ছবিটির প্রচারণা চালাচ্ছেন। বোঝতেই পারছেন দর্শক সাড়া কেমন পাচ্ছি।’

ছবির ব্যবসা নিয়ে নিয়ে জয়া বলেন, ‘শুধু বলবো দর্শক ছবিটি ভালো ভাবেই নিচ্ছেন। আপাতত ব্যবসা নিয়ে  কিছু বলতে চাচ্ছি না। সময় হলে সবই জানাবো।’

ছবিটিতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আর আর রানু চরিত্রে জয়া আহসান। এছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। সমকাল অনলাইন।
Facebook Comments