Wednesday, January 19, 2022
Home > বিনোদন > বাগেরহাটের দাদা বাড়িতে পূজো করবে বিদ্যা সিনহা মিম

বাগেরহাটের দাদা বাড়িতে পূজো করবে বিদ্যা সিনহা মিম

Spread the love

অক্ষর : ঢাকাই ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম এবার পূজোয় ঢাকায় থাকছেন না।তাহলে যাচ্ছেন কোথায়  ? মিম ভক্তদের এমন প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন এ নায়িকা।আজ বুধবার বাগেরহাটে দাদার বাড়িতে যাচ্ছেন তিনি। সেখানে দশমী পর্যন্ত থাকবেন বলে জানান তিনি।

মিম বলেন, ‘এবার পূজো করতে যাচ্ছি বাগের হাটে। বাগেরহাটের শিকদার বাড়ি হচ্ছে আমার দাদা বাড়ি। সেখানে আমার মাসির ছেলে লিটন শিকদার  প্রতি বছর দূর্গাপূজার বড় আয়োজন করেন। দেশের সবচেয়ে বড় পূজামণ্ডপ সেখানেই বানানো হয়। সেখানেই পূজো করবো।’

এর আগে ভক্তদের ফেসবুকে পূজোর শুভেচ্ছা জানান ‘পদ্ম পাতার জল’ খ্যাত এ নায়িকা। তিনি লিখেন, ‘আশ্বিনের এই শরৎপ্রাতে দেবী দুর্গার আশীর্বাদে দিনগুলো হয়ে উঠুক আরো আনন্দমুখর। উৎসবের দিনগুলো কাটুক সুখে আর উৎসবের শেষ হোক মিষ্টিমুখে। শারদীয় অভিনন্দন।’

Facebook Comments