Sunday, January 16, 2022
Home > ছড়া/কবিতা > কখনোই ছিলে’না ।। আরেফীন তাসনীম

কখনোই ছিলে’না ।। আরেফীন তাসনীম

Spread the love

প্রতি রাতেই তোমায় গড়ি
স্বপ্ন দেখিএকটা সম্পুর্ন সকালের
সে সকালের প্রথম পূজ্য পিদিম জ্বালিয়েছি তোমার ছবিতে।
সুক্ষ্ম ভালোবাসার ইটে তোমায় গেঁথেছিলাম সেই যে কবে!
হৃদয়ের কোনে জমে থাকা কস্ট গুলো দিয়ে
দখিনা জানালা কেটেছি বহুবার।
নির্মিত তোমার আল্পনায় এখন আমার মৃত্যুর ছাপ।
ভেবে রেখেছিলাম সেই প্রথম চোঁখ বিনিময়ে!
জোছনা রাত ভরা পূর্নিমায় পলকের বিনিময় হবে নির্নিমেষ।
দু’চোখ বুজে আমি নিরন্তর উর্ধ্বমুখী হবো তোমার এলোকেশী চুল ধরে।
তারপর ফাগুনে তোমার বিলানো গায়ের গন্ধ নেব!
আস্তে আস্তে!আলতে করে একসময়!
তুমি মিশে যাবে আমার অামিতে-
আমার অস্থি,মজ্জায়,আর পঞ্চইন্দ্রীয়য়।

ভেবে রেখেছিলেম সেই ভরা বর্ষায়!
দুহাতে মদীরাক্ষী ফুলে সাজাবো তোমার বুক
দেয়ালে আঁকবো হাজারো ফুলের সামূদীয় কারুকার্য
মনের তুলিতে আঁকবো সাতরাঙা তোমায়,
আরো কতো কি-যে ভেবে রেখেছিলাম!
তার কোন ইয়ওা নেই গো।

অথচ!
এ সবই ছিলো আমার মনের হিমমাখা নিস্পন্দ ভুল!
কিছু আলোকন করা অভাবনীয় দীপ্র অবহেলা।
তোমার বিষাক্ত নিষ্ক্রিয় অবহেলা ছিলাম আমি।

তারপর!
এ আমার এক দুঃস্বপ্ন
আমার নির্ঝর নির্ঘুম প্রেমহীন দীবালোক
যেখানে কাল তোমার একফোটা কালো আলো পড়বে।

আমি ফিরে যাচ্ছি!
দুঃস্বপ্নে, যেখানে তোমার বাস।
আসলে!
আমার একটা তুমি’র দরকার ছিলো
তুমি কখনই ছিলেনা আমার নির্মানে,
ছিলেনা ভালোবাসায়।

Facebook Comments