Spread the love
সামুয়েল উমতিতি, অঁতোয়ান গ্রিজম্যান ও উসমান দেম্বেলেদের সমন্বয়ে ফ্রান্স যে একটি দারুণ সম্ভাবনাময় দল গঠন করেছে তার প্রমাণ পাওয়া গেল ইটালির বিরুদ্ধে গতরাতের প্রীতি ম্যাচে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন্সদের উড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রেখেছে ওই তিন তারকা ফুটবলার। ৩-১ গোলের বড় ব্যবধানের এই জয় রাশিয়া বিশ্বকাপে ফরাসিদের আরো উজ্জ্বীবিত করবে।
ফ্রান্সের নিসে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ফ্রান্স। অষ্টম মিনিটে গ্রিজমানের দারুণ ফ্রি-কিকে লাফিয়ে ভলি করেন কিলিয়ান এমবাপে। এ যাত্রায় গোলরক্ষক ফিরিয়ে দিলেও গোলমুখে বল পেয়েই প্রতিপক্ষের জালে জড়ান উমতিতি। ২৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন গ্রিজম্যান।
৩৬তম মিনিটে মারিও বালোতেল্লির ফ্রি-কিক গোলরক্ষক ফিরিয়ে দিলে দ্বিতীয় প্রচেষ্টায় বল জালে জড়ান বোনুচ্চি। ৬৫তম মিনিটে দেম্বেলের চমত্কার গোলে ব্যবধান বাড়িয়ে ৩-১ করে নেয় ফ্রান্স।নতুনবার্তা।
Facebook Comments