Saturday, January 22, 2022
Home > গল্প > সেই আমগাছটি ।। আতিক ফারুক

সেই আমগাছটি ।। আতিক ফারুক

Spread the love

দুইদিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে।
হাবিবেরর কাছে বৃষ্টি অনেক ভালো লাগে। মেঘের গুরুম গুরুম গর্জেই তার মন আনন্দে
নেচে উঠে। শিহরিত হয় তার তনুমন। বৃষ্টিতে ভিজতেও তার অনেক ভালো লাগে। পাশের
বাড়ীর শাহান দাদীর। আমগাছেও চলে ব্যাপক জুলুম, নির্যাতন! ইটপাটকেল থেকে শুরু
মাটির টুকরো যা পায় তা দিয়েই দেদারসে আমগাছে নিক্ষেপ করে। বৃষ্টির দিনে মামার
বাড়িতে আম কুড়াতে সুখ! হাবিবের মামাও নেই, মামার বাড়িও নেই। তাই সে শাহানা
দাদীর আমগাছে ইটপাটকেল নিক্ষেপ করেই মামার বাড়িতে আম কুড়ানোর সুখ খুঁজে পায়।
কিন্তু, এই সুখ তার স্থায়ী হয় না। কারণ, শাহানা বিবি বুঝে ফেলে দুষ্ট হাবিব
এসে গেছে। শাহানা বিবিও রীতিমতো হামাগুড়িতে ভর করে এসে দেদারসে বকাঝকা শুরু
করে। আর দুষ্ট হাবিবও দৌঁড়ে পালায়

 

এসব ভাবতেই চোখ ছলছল করে উঠে হাবিবের। শৈশবের সেই দুরন্তপনার দিনগুলোর কথা মনে
পড়ে তার এই বৃষ্টিভেজা দিনে। সেই শাহানা বিবি আজ আর নেই কিন্তু, তার প্রিয়
আমগাছটি হ্রদ্বতার ছোঁয়া নিয়ে দাড়িয়ে আছে নিজ অবয়বে। কল্পনার ক্যানভাসে ভেসে
উঠে শৈশবের স্মৃতিবিজড়িত সেই দিনগুলোর কথা।

Facebook Comments