নুরুল জান্নাত মান্না: পাকুন্দিয়া হতে প্রকাশিত সাহিত্যের ছোট কাগজ লিটল ম্যাগাজিন ‘নবসুর’এর চলতি (সেপ্টেম্বর) সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে।
একঝাঁক স্বপ্নবান তরুণদের নিয়ে বহ্মপুত্র নদের তীরে এই ব্যতিক্রমী মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নবসুরের নির্বাহী সম্পাদক নূরুল জান্নাত মান্না।
শিল্প-সাহিত্যের এক অনন্য উর্বরভূমি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা থেকে তরুণ লেখক ও সাংবাদিক সুলতান আফজাল আইয়ূবীর সম্পাদনায় তিন বছর ধরে ছোট কাগজ নবসুর নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে।
প্রকাশিত সাহিত্যের এই ছোট কাগজটিতে বিশিষ্ট কবি গোলাপ আমিন সহ জাতীয় পর্যায়ের কবিদের পাশাপাশি তরুণদের কবিতাও ঠাঁই পেয়েছে।
চলতি সংখ্যার সূচনাপর্বে নাম রয়েছে বেগম জাহেদা সিদ্দিকী, গোলাপ আমিন, নূরুল ইসলাম আরিফ, সালীম অাহমাদ, মাহাদী হাসান মামুন, নজরুল ইসলাম নাহিদ, মোহাম্মদ দিলখোলাশা জাহিদ খান, নূরুল জান্নাত মান্না, হুসাইন আহমদ সিদ্দিকী, আসমা আক্তার রাইমা, মামুনুর রহমান আজাদী, আফজাল হুসাইন, এন জে জামান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন আব্দুল্লাহ সহ আরো অনেকের। নবসুরের এবারের সংখ্যার প্রচ্ছদ করেছে মান্না প্রোডাকশন।
পাকুন্দিয়া বাজারস্থ মরহুম আঃ আহাদ বেপারী শপিং কমপ্লেক্সের মাদীহ এয়ার সার্ভিস, শিমুলিয়া বাজারস্থ সমাধান কম্পিউটার, কুমরী মাদ্রাসাস্থ জি.এফ ডিপার্টমেন্টাল স্টোর এবং ০১৭৬৩৫২৩৯৯২ নম্বরে যোগাযোগ করলে এ ম্যাগাজিনটি সংগ্রহ করা যাবে।