অক্ষর: জমির শেখ, একাত্তরের শিশু।বাবাকে হারিয়েছেন যুদ্ধে।তাঁর ছেলে ইব্রাহীম। স্বপ্ন দেখেন জমির শেখ, সন্তান বড় হবে,অনেক বড়। সমাজের উঁচুতলায় ঠাঁই নেবে। তাঁর মত করে যাতে রোদ-বৃষ্টি মাথায় করে অনিশ্চয়তার কৃষি পেশায় আসতে না হয়। শুরু হয় ইব্রাহীমের পড়াশুনা। ইব্রাহীম তার মেধা দিয়ে জায়গা করে নিতে থাকে।পথ ও পথের চারপাশের কণ্টকতায় সে কতদূর এগিয়ে যেতে পারবে! সমাজের বড় বড় অসংগতি, উঠে এসেছে লেখকের ছোট ছোট কথায়।কথাসাহিত্যের দাবী অনুযায়ী ডুব দিয়েছেন চরিত্রের গভীরে। শেষ পর্যন্ত কি পরীবানুর কাছে ফিরে আসে তাঁর আদরের মেধাবী সন্তান,নাড়ী ছেঁড়া ধন কি ফিরতে পারে মায়ের কোলে? নাকি জীবনপথে চলে আসে কোন অশুদ্ধ শক্তির ভয়াল থাবা। সে থাবা কি গ্রাস করে নেবে ইব্রাহীমকে? আসুন,এই যাত্রায় আমরা জমির শেখের উত্তর পুরুষ ইব্রাহীম শেখের সঙ্গী হয়ে উঠি,হেঁটে যাই কাহিনীর আলপথ ধরে! ———————- বইটি পাওয়া যাবে এবারের বই মেলায় ” চৈতন্য” – এর ৮৭ নম্বর ষ্টলে।
রেদওয়ান জ্যোতির “যে আগুন পুড়িয়েছিল কচি সবুজ ক্ষেত” পাচ্ছেন বই মেলায়

Spread the love
Facebook Comments