Wednesday, January 19, 2022
Home > বই আলোচনা > রিভিউ “এপিলেপটিক হায়দার”

রিভিউ “এপিলেপটিক হায়দার”

Spread the love

আব্দুল্লাহ অাফফান
রিভিউ লেখক

বইঃ এপিলেপটিক হায়দার
লেখকঃ তকিব তৌফিক
মূল্যঃ ১৫০৳

হায়দার শহরে অনার্স পড়ে,একবার বাড়ি এসে দেখে তার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তার অজান্তে।এটা সে মেনে নিতে পারেনি।সে রাগ করে খেলনা, সবাই তাকে খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু সে খেলনা।সবাই ভাবল ঠিক হয়ে যাবে।কিন্তু হায়দারের রাগ ভাঙ্গল না।
একবার সে অজ্ঞান হয়ে গেল,তার হাত পা শক্ত হয়ে গেল।শরীরে খিচুনিঁ হতে লাগল,মুখ দিয়ে ফেনা বের হতে লাগল। পরিবারের সবাই আতংকিত হায়দারের কি হল।
হায়দার আর দশজন মানুষের মতই চলা ফেরা করে,মানুষের সাথে বসবাস করে।কিন্তু সে অন্যদের মত সাধারন না,একটু ভিন্ন।সে এপলেপটিক অর্থাৎ মৃগীরোগী।মাঝে মাঝেই তা অ্যাটাক করে।
হায়দার অ্যাটাকের সময় কিছু স্বপ্ন দেখে, সে ভাবে এস্বপ্নের কি কোন ব্যাক্ষ্যা আছে নাকি তা শুধুই স্বপ্ন।
এ শিক্ষিত সমাজেও এপলেপটিকদের দেখা হয় অপায়া হিসেবে।ভাবা হয় এটা বুঝি জ্বিন বা শয়তানের আছর।
আচ্ছা হায়দারের সাথে কি ঘটেছে?সে কিভাবে এ সমাজে বাস করছে?সে কি খুজে পেয়েছে তার স্বপ্নের ব্যাক্ষ্যা?তার পরিবার কিভাবে নিয়েছে তার বিষয়টি?
জানতে হলে পড়তে হবে বইটি।বইটি পড়ে অদ্ভুদ কিছু তথ্য পাবেন।শেষ পৃষ্ঠা পর্যন্ত না পড়ে উঠতে পারবেন না।

Facebook Comments