Spread the love
যখন আমি পড়তে বসি
মন বসে না পড়ায়
তখন আমি লিপ্ত যে হই
ছন্দ-ছড়া গড়ায়।
যখন আমি লিখতে বসি
চায় না যে মন লিখি
তখন আমি লেখা ছেড়ে
অন্য কিছু শিখি।
যখন আমি আঁকতে বসি
মন বসে না আঁকায়,
তখন আমি সুখ খুঁজে পাই
একলা ঘুরতে থাকায়।
যখন কোনো কাজে লাগি
মন থাকে না কাজে
তখন আমি যাই যে ফিরে
শৈশবেরই মাঝে।
Facebook Comments