Spread the love
ইঁদুরের ভয়ে কাঁপছে বিড়াল
হরিণের ভয়ে বাঘ
ছাগলের ভয়ে ছুটছে শৃগল
শালিকের ভয়ে কাক।
চড়ুয়ের ভয়ে ভাগছে ঈগল
উড়ছেই অবিরাম
মোড়গের ভয়ে দৌঁড়ছে শিয়াল
ভাবছে সফলকাম।
গোলামে ভয়ে কাঁদছে মুনিব
প্রজাদের ভয়ে রাজা
পরাধীনতার নব্য শিকলে
পাচ্ছে সবাই সাজা।
অজ্ঞের ভয়ে বিজ্ঞমেধা
সদা লিপ্ত দ্বন্দে
অপর প্রমাদ প্রকাশে থেকে
ফাঁসছে অজ্ঞ ফাঁন্দে।
ভীতুদের ভয়ে বীরেরা মৃত
হয়ে আজ নতশির
ইতরের ভয়ে ভদ্রসমাজ
মানছে তাদের পীর।
অভিযোগ ভয়ে প্রতিবাদ ছেড়ে
মুখেতে কুলুপ প্রথা
আঘাতের ভয়ে প্রতিঘাত বিনা
নিরব সহন ব্যথা।
অন্ধের ভয়ে চক্ষু মানব
হচ্ছে বিকলাঙ্গ
ল্যাংড়ার ভয়ে সুস্থমানব
দিচ্ছে তাকে সঙ্গ।
মৃত্যু ভয়ে বাঁচার তরে
দিচ্ছে কুপে লাফ
বাঁচার স্বপ্নে এমন কর্ম!
মৃত্যু করবে মাফ?
বিজাতির ভয়ে স্বজাতির সাথে
গাদ্দার মনে হাসা?
ইতিহাস বলে মুক্তি পাবে না
যদিও অনেক আশা।
Facebook Comments