Wednesday, January 19, 2022
Home > ছড়া/কবিতা > ভ্রান্তির ভূগোলে ভালবাসা ।। তাসনিম আলম কাব্য

ভ্রান্তির ভূগোলে ভালবাসা ।। তাসনিম আলম কাব্য

Spread the love

জনহীন রাতে মাঝে মাঝে আমি পুরনো গোরস্থানে ঢুকে পড়ি।
যেখানে অসংখ্য আত্মা তাদের জীর্ণ কংকালের ভেতর অহর্নিশ
হারানো জীবনের গন্ধ খোঁজে;
কৈশোর, যৌবন আর প্রৌঢ়ত্বের ভ্রমে তারা ঘুরপাক খেতে থাকে
আবর্তনী পতঙ্গের মতো ক্লান্তিহীন।
চাঁদের চামচ নেড়ে যে সেবিকা জোছনা ছড়ায়,
জলপট্টি মেঘ দিয়ে শুষে নেয় সরার বিভ্রম
তাকেই তো ভালবেসেছিলাম,যতোটা ভালবাসা যায়।
তবুও কেনো আয়ুর ফসল খেয়ে
তার্কিক বিরহেরা ভ্রান্তির ভূগোল শেখায়?

চোখের ভাঁজের রহস্যময়তায় বয়স বাড়ার হাহাকার।
অতীতের কোটরে থাকে কিছু কালজয়ী গল্প।
সে গল্পে,
কষ্টের মতো কিছু ভালোলাগা আছে
আবার আছে সুখ নামের কিছু দুঃসহ যন্ত্রণা।

নীলচে তারার নীচে সাড়ে চারশ’ কোটি বছর পড়ে আছি একা।
তোমাকে হারাতে গিয়ে অবশেষে জেনেছি তুমিও একা আর
ভালবাসা একাকী খনিজ।

Facebook Comments