Wednesday, January 19, 2022
Home > ছড়া/কবিতা > ভেসে আসছে ।। রিয়াদ হাসান

ভেসে আসছে ।। রিয়াদ হাসান

Spread the love

নাফ নদীতে আসছে ভেসে
রোহিঙ্গাদের লাশ
মুসলিম আজ লিপ্ত আছে
নিয়ে খেলার তাস।

ক্ষুদার জ্বালায় রোহিঙ্গা সব
খাচ্ছে পাতা-ঘাস
কিছু খাবার নিয়ে রে ভাই
ওদের কাছে যাস।

আমরা তো ভাই টাকা দিয়ে
মিটাই মনের আশ
আয় না রে আজ সবাই মিলে
দাঁড়াই ওদের পাশ।

Facebook Comments