Wednesday, January 19, 2022
Home > ইসলাম > ভূমিকম্প ও একটু আত্মনিবেদন

ভূমিকম্প ও একটু আত্মনিবেদন

Spread the love

যুবায়ের ইবরাহীম : আজ বিকেলে ভূমিকম্প হলো।কেঁপে উঠল জমিন। প্রাসাদ, অট্টালিকা।কোথাও ভবন হেলে গেছে। কোথাও গেছে ফেটে।জীবন বাচানোর তীব্র আকুতি নিয়ে খোলা আকাশে নিচে আশ্রয়ের প্রত্যাশা।ভবনধসের মৃত্যু কেহ চায় না।কিন্তু কেহ কি পেরেছে মৃত্যু থেকে রেহাই, পরিত্রাণ? প্রতিটা ভূমিকম্পে কেঁপে উঠে ধরণী। শুধু কেঁপে উঠে না হৃদয়জমিন।যদিও কাঁপে ভূমিকম্পের সময়ে। এই কম্পন ক্ষণিকের।এ কম্পন শিক্ষার না।হৃদয়ের না।বদলানোর না। যদি হতো তাহলে আজকের আসরের জামাতে মসজিদে জায়গা হতো না। গতকাল আসরে মুসল্লির সংখ্যা যত ছিল আজকেও তাই।

তাই বন্ধু এখনও কী সময় আসেনি ফেরার। জীবন বদলানোর। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের।আল্লাহর সমীপে সিজদাবনত হওয়ার।আত্মনিবেদনের। তাওবার।

অতএব তোমাকে ফিরতেই হবে। ফিরে আসতে হবে এ ছাড়া কোন গন্ত্যন্তর নেই। উপায় নেই, আশ্রয় নেই।

Facebook Comments