Saturday, June 10, 2023
Home > গল্প > ব্যতিক্রম ধাঁচের অণুগল্প ।। সালমান সাদ

ব্যতিক্রম ধাঁচের অণুগল্প ।। সালমান সাদ

Spread the love

প্রথম অধ্যায়
রাত সাড়ে দশটার শাটার সাঁ করে নেমে যেতেই ট্রেনটা ধেয়ে এলো অসুরের মতো চিৎকার করতে করতে। এটা ছিলো আমার মরে যাবার সময়।কিন্ত আমি এখনো দুই পায়ের ওপর ভর করে আছি। এবং ভর করে হেঁটে হেঁটে মালিবাগ বাজারের সামনে এসে দেখি মহামান্য ব্যবসায়ীগণ গুছিয়ে আনছেন তাদের ঝুটা পসরা। এদিকে শাহানশাহ্ মুরগিওয়ালা অবিক্রীত মুরগি এবং মোরগগুলিকে আলাদা করে শোয়ার ব্যবস্থা করছেন। আজকে দিনের বাজারে যাদের জবাই হয়ে এতক্ষণে মানুষের পেটে পেটে বাস করার কথা তারা বহাল তবিয়তেই আছে। কাল সকালে সাহেবের হাতে ধরিয়ে দেওয়া গিন্নির বাজারের ব্যাগে চালান হওয়ার আগ পর্যন্ত একটা রাতের জন্য বেড়ে গেছে তাদের হায়াত। এজন্য আমি আর মুরগি, দু’জনেই আল্লাহর পাকের দরবারে কৃতজ্ঞতা জানাই।

দ্বিতীয় অধ্যায়
দু’টো শব্দকে পাশাপাশি শুইয়ে দেয়ার পর
দেখি তারা দু’জন ব্যভিচারে মত্ত হয়ে পড়েছে।
আমি তাদের দু’জনার মৃত্যুদণ্ড দিলাম।
এখন ফাঁসিতে কাকে ঝোলাব আগে
সে নিয়ে বড় দু:শ্চিন্তা হচ্ছে।

Facebook Comments