Spread the love
বৃষ্টি পড়ে সৃষ্টি করে মিষ্টি মধুর নৃত্য যে,
অন্ধ খামে বৃষ্টি নামে ফোটা ফোটা বৃত্ত যে!
সকাল নামে বিকাল থামে সন্ধ্যা ঝরে বৃষ্টিতে,
একলা দহন যায়না কহন অন্ধ ঘরের দৃষ্টিতে।
বকের সারি আকাশ পাড়ি এখন তো আর দিচ্ছেনা,
কুঞ্জবনে বিষাদ মনে এইযে আধার নেইচেনা!
কার্তিক মাসে আষাঢ় হাসে অঝর ধারা বৃষ্টিতে,
বৃক্ষে পাখি উঠছে ডাকি থাকবে কোথায় এইশীতে!
দিনের আলো নিবেই গেলো হারিয়ে গেলো সূর্যটা,
মনের ভুলে চাঁদের কূলে ঝাঁপসা আলোর খড়কুঁটা।
খুব বিহানে সন্ধ্যা দিনে গুলিয়ে গেলো সময়টা,
দুদিন ধরে বৃষ্টি পড়ে কখন বাজে যে কয়টা।
টিনের চালে সমান তালে বৃষ্টি ঝরে ঝাঁঝরানো,
কানের তালা ঝালাপালা চুল খুলে যায় আঁচড়ানো।
Facebook Comments