Spread the love
মেঘমেয়ে আজ মুগ্ধ করা মিষ্টি সুরে
পাখির মতো স্বাধীন মনে উড়ে উড়ে
চন্দ্র তারা সূর্য রোদের হৃদয় ফুঁড়ে
আমায় নিয়ে সে যেতে চায় অনেক দূরে।
ঘন ঘন বিজলীপরী মিষ্টি হেসে
আমার মায়ের আঁচলঘেরা সবুজ দেশে
কাজল হাওয়ায় সাওয়ার হয়ে ভেসে ভেসে
আমায় নিয়ে ঘুরবে দূরে ঝরবে শেষে।
আমি তো আর আমায় ধরে রাখতে পারি না
মেঘের ডাকে ঘরে বসে থাকতে পারি না।
Facebook Comments