Spread the love
কাজী লীনাঃ গতকিছুদিন আগে আইপড শাফল এবং আইপড ন্যানো বাদ দেয়ায় আইপড টাচই হয়ে উঠল অ্যাপলের সর্বশেষ মিউজিক প্লেয়ার ডিভাইস। প্রায় ১২ বছর আগে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস তাঁর সৃষ্টিশীলতা, বিচক্ষণতা ও দূরদৃষ্টি দিয়ে উদ্ভাবিত এই প্রযুক্তি দুইটি একটি বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল কোম্পানিকে। সম্প্রতি অ্যাপল আন্তর্জাতিক সংবাদসংস্থা এ এফ পি-কে নিশ্চিত করেছে যে, তারা আইপড ন্যানো এবং শাফল বিক্রি বন্ধ করেছে এবং এম পি থ্রি প্লেয়ার তাদের ওয়েবসাইট থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। কোম্পানিটি এক ইমেইল বার্তায় জানিয়েছে-"আমরা ১৯৯ ডলারে যে মিউজিক প্লেয়ার বিক্রি করতাম তার চেয়ে আরও সহজে ব্যবহার উপযোগী ও দ্বিগুণ কার্যকরী পৃথক দুইটি মডেলের আইপড টাচ প্রযুক্তি নিয়ে এসেছি। সাথে সাথে আইপড শাফল ও ন্যানোর বিক্রি স্থগিত রেখেছি। উল্লেখ্য, অ্যাপল বাজারে আসা আইপড ক্ল্যাসিকের সর্বশেষ ভার্সন বিক্রি বন্ধ করে দিয়েছিল। এখন বাজারে ব্যাপক স্পেস সম্পন্ন আইপড টাচ পাওয়া যায়।এটি হটস্পটে তারবিহীনভাবেই ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে অ্যাপলের মিউজিক সেবা থেকে প্রয়োজনীয় সবকিছু ডাউনলোড করতে সক্ষম।
Facebook Comments