Spread the love
নিজেদের অ্যাপে এক অভিনব ফিচার নিয়ে এল ফেসবুক। ফেসবুকে ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার এ বার দারুণ সুযোগ চলে এল নেটিজেনদের কাছে। সৌজন্যে ‘৩৬০ ফোটো’ ফিচার।
ফেসবুক অ্যাপের এই ফিচারের মাধ্যমে ৩৬০ ডিগ্রি ছবি তুলতে পারবেন ইউজার। এর জন্য লাগবে না কোনও থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্য। এই ফিচারটি পাবেন অ্যাপে নিউজ ফিড ফিচারের উপরে। এই ছবি ফেসবুকে শেয়ার করাও খুব সহজ।
সেটা কী ভাবে?
অ্যাপের ওই ফিচারে ব্লু বাটনে ক্লিক করে ৩৬০ ডিগ্রি ভিউ-তে ছবি তুলতে পারবেন। কোন জায়গা থেকে ছবি তোলা শুরু করবেন সে অপশনও পাবেন ওই ফিচারে। এর পর সরাসরি আপনার ফেসবুক টাইমলাইনে তা শেয়ার করে দিতে পারেন। পাশাপাশি ট্যাগ কিংবা কভার পিকচারও করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে পাওয়া যাবে এই ফিচার।
Facebook Comments