Spread the love
যে ধুলোমাখা পথ তুমি মাড়াবে
সে পথে ধুলি হয়ে থাকব পড়ে
গোপনে জড়াব তোমার চরণে।
পারবে না তুমি আমায় ফেরাতে ৷
যে মেঠোপথটা মাড়িয়ে চলেছ
সে পথেও চোরাকাঁটা হয়ে রবো।
চুপিসারে তোমার আঁচলে জড়াব
আমায় ফেরাবে কী করে বলো ?
যে পথে তুমি ক্লান্ত হয়ে ফিরবে
সে পথে দাঁড়িয়ে রবো অশ্বত্থ হয়ে।
শীতলতায় জুড়িয়ে নিবে নিজেকে।
তবে এড়িয়ে যাবে কেমনে আমাকে?
আমিতো তোমার শহরে রবো পড়ে।
কখনো বাতাস, কখনোবা বৃষ্টি হয়ে
ইচ্ছে হলেই তুমি পারবে না বাঁচতে
আমার ভালোবাসার স্পর্শ হতে।
Facebook Comments