নীরেন্দ্রনাথের অমলকান্তিকে চিন,
অমলকান্তির রোদ হতে ইচ্ছে ছিল
কিন্তু আমার বড্ড পাখি হবার শখ।
আমার একটা আকাশ
কি লুকিয়ে রেখেছি??
না হলে উড়ার এত শখ কই পাই??
সে আমি উড়বো,
ডানাটা সাটান করে খুলে
মুক্ত আকাশপথে।
বিকাল বেলার শহরের
কনক্রিটের বাড়ীর ছ’তলার
একটা ছোট উঠান
আমি সেখানে কলা গাছ দেখি,
সূর্যাস্ত যাওয়ার সময়ও
আমাকে ভুলিয়ে দেয়।
পাখি হয়ে সেই
কলা গাছের বুনো গন্ধে,
খুশিয়াল মনের
চড়ুই কল্পনা আকিঁ।
কখনো কখনো ঘুঘুগুলোর
সংসারের খুনসুটি দেখবো,
শহরের বাড়ীগুলোর ছাদের রেলিং বসে।
উড়ে যাওয়া পোকামাকড়
অথবা লাল পিঁপড়া
খেয়েই আবার উড়ে যাবো
আমার লুকানো মুক্ত আকাশে।
যখন ক্লান্ত হবো,
মধ্য দুপহর!
কাপড় রোদে দেওয়া দড়িতে বসবো
এক আনাড়ি ফটোগ্রাফার ছবি তুলবে,
তৃপ্তির হাসির সাথে।
আমি তো দুষ্ট রৌদ্র পাখি
মানুষের গন্ধ পেলে নড়ে যাবো
দিবো না তুলতে ছবি।
আমি কখনো মানুষ দেখবো না
শুধু আকাশ দেখবো;
উড়ে বেড়াবো,লুকানো মুক্ত আকাশে।