Monday, January 17, 2022
Home > অনুবাদ সাহিত্য > দূরে যেও না

দূরে যেও না

Spread the love

মূল:পাবলো নেরুদা রূপান্তর:কাজী লীনা

 

একদিনের জন্যও দূরে যেও না, জানি না কী করে বলব— শূন্য প্লাটফর্মের মতন দীর্ঘদিন তোমার জন্য প্রতীক্ষা করব।

এক ঘণ্টার জন্যও আমাকে ছেড়ে যেও না, তাহলে ফোঁটা ফোঁটা যন্ত্রণা আমায় ছেয়ে ফেলবে, গন্তব্য খুঁজতে থাকা ধোঁয়াগুলো এই বিষম হৃদয়কে ভাসিয়ে নিয়ে যাবে।

ওহ্, তোমার ছায়া সৈকতে বিলীন না হোক; তোমার চোখের পাপড়ি দূরত্বের অসহায়ত্বে না কাঁপুক। এক মুহুর্তের জন্যেও আমাকে ছেড়ে যেও না প্রিয়।

কারণ যখনই তুমি দূরে হারাবে, আমি উদভ্রান্তের মত সারা পৃথিবী ঘুরে ঘুরে জানতে চাইব, তুমি কি ফিরবে? তুমি কি এভাবে আমায় ফেলে যাবে মৃত্যুর জন্যে?

Facebook Comments