Spread the love
পিতা তুমি যে অমর তোমার মৃত্যু নাই
ওরা নির্বোধ,ওরা বোকা তাইতো বুঝে নাই
মুজিবদের কখনো কভু হত্যা করা যায় না
ওরা বেঁচে থাকে যুগযুগ হয়ে আদর্শ,প্রেরণা।
ওরা বুঝেছিলো মুজিব মানেই বাংলাদেশ
তাই তোমায় হত্যা করে ভেবেছিলো সব শেষ
ওরা জানেইনা মুজিব কখনো হয়নাকো শেষ
মুজিব মানেই প্রিয় স্বাধীনতা,প্রিয় বাংলাদেশ ৷
তোমার অভাবে পিতৃহারা হয়েছে এই দেশ
তোমার ঋন শোধ হবেনা তুমিই যে এক দেশ
তুমি মুজিব, তুমিই স্বাধীনতা, তুমিই বাংলাদেশ
লক্ষ মুজিব দিচ্ছে পাহারা তোমার বাংলাদেশ ।
Facebook Comments