মুস্তাকিম বিল্লাহ : রবিবার পহেলা এপ্রিল ২০১৮। জামে’আ মাদানিয়া আসআদুল উলুম মাদানী নগর মাদরাসা চত্বরেই বুখারীর শেষ দরস অনুষ্টিত হতে যাচ্ছে।

খতমে বুখারীর এ অনুষ্টানে মেহমান হয়ে আসছেন,
ঐতিহাসিক শোলাকিয়ার গ্রান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ দাঃ বাঃ
‘মাদারে ইলম’ পৃথিবীর ঐতিহাসিক বিদ্যাপীঠ
দারুল উলুম দেওবন্দের (ভারত) অন্যতম মুহাদ্দিস শায়খ আব্দুল্লাহ মারুফি সাহেব দাঃ বাঃ ( ভারত)
এবং আল্লামা ইয়াহইয়া মাহমূদ দাঃ বাঃ উপস্থিত থাকবেন।
বিকেল ৪ টা থেকে কুরআন তেলাওয়াত ও মাদানী সাহিত্য কাফেলার হৃদয় ছোঁয়া হামদ নাত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান আরম্ভ হবে।
বাদ মাগরিব দারুল উলুম দেওবন্দের স্বনামধন্য মুহাদ্দিস মুফতি আব্দুল্লাহ মারুফি সাহেবের মূল্যবান বয়ান।
এরপর খতিবে ইসলাম আল্লামা ইয়াইয়া মাহমুদ সাহেবের বয়ানের পরই বাদ এশা খতমে বুখারী ও দোআ করবেন
ঐতিহাসিক শোলাকিয়ার গ্রান্ড ইমাম, বিশিষ্ট লেখক ও গবেষক ,
শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দিন মাসউদ দাঃ বাঃ