Saturday, June 10, 2023
Home > বিনোদন > গান ছেড়ে দিয়েছেন আরফিন রুমী, নিয়মিত যাচ্ছেন মাজারে

গান ছেড়ে দিয়েছেন আরফিন রুমী, নিয়মিত যাচ্ছেন মাজারে

Spread the love

আরফিন রুমী বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী। সাম্প্রতি আলোচনায় এসেছেন তিনি, তবে এবার সম্পূর্ণ এক ভিন্ন রূপে। সবাইকে অবাক করে দিয়ে তিনি ঘোষণা দিলেন আর গান করছেন না। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি লিখেন ‘ভাসিয়ে না দিলে তো কবুল ই করেন না। আশা করি আমাকে আর কখনোও কোথাও গান গাইতে দেখবেন না।’

বর্তমানে তিনি ধর্ম পালনে বিশেষ মনোযোগী। অনেকদিন থেকেই আরেফিন রুমী ধর্মীয় রীতির অনুসরণে বিশেষ মনোযোগী হিসাবে পরিলক্ষিত। তবে তার চাল চলনে মাজার ভক্তির ছাপ স্পষ্ট। ঢাকার অদূরে নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নে অবস্থিত আফাজউদ্দিন শাহ এর মাজারে প্রায়শই গমন করেন বলে জানান মুহাম্মাদ শামীম (আশিক) নামের এক স্থানীয় বাসিন্দা। এছাড়া স্থানীয় কেউ কেউ জানান আরেফিন রুমী এ মাজারে সপ্তাহে ৫ দিন আসেন।

উল্লেখ্য, ২৩শে সেপ্টেম্বর ১৯৮৭তে জন্ম গ্রহণ করা আরেফিন রুমি একজন বাংলাদেশী গায়ক, সুরকার এবং সংঙ্গীত পরিচালক। তার ৩০ টিরও বেশি অ্যালবাম(একক এবং মিশ্র) আছে। গানের জগতে বিখ্যাত শিল্পীদের মধ্যে তিনি একজন। ক্লাসিক্যাল, আধুনিক, পপগানে ছিলো তার পদচারনা। হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে সে অডিও ইঞ্জিনিয়ারিং এর শিক্ষালাভ করেন। সূত্র : ইনসাফ

Facebook Comments