মধ্যরাতেও খাবারের সন্ধানে বিভিন্ন মোড়ে বহু মানুষ ঠাঁয় দাঁড়িয়ে থাকছেন ঘণ্টার পর ঘণ্টা। ত্রাণের আশায় ছোটাছুটির পরও ফিরতে হচ্ছে খালি হাতে। কখনো কারো কাছে হাত না পাতা মানুষগুলোও একটুখানি সাহায্যের আশায় বসে থাকে৷ একটি গাড়ি আসলেই ছুটে যায় সাহায্যের আশায় সকলে সাহায্য পায় না ৷ করোনা পরিস্থিতি বদলে দিয়েছে জীবনের সব হিসাব-নিকাশ৷ রাতের ঢাকা অভাবের ঢাকা৷ আবার এই রাতেই বিভিন্ন ঘরে ঘরে জলচ্ছে দুশ্চিন্তার আগুন৷ সম্বল সব শেষ হয়ে যাচ্ছে সৃষ্টি হচ্ছে অনিশ্চয়তার ভবিষ্যৎ৷ পরিবার পরিজন নিয়ে কোথায় যাবে এই চিন্তায় কাটচ্ছে রাত মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ৷
মাস শেষেই ঘর ভাড়াসহ বিভিন্ন খরচে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের ঘুম উধাও ৷ মধ্যম শ্রেণির মানুষরা পাচ্ছে না পর্যাপ্ত সহায়তা৷ মনো চাহিদা না প্রকাশ করে ভুগছেন অনিশ্চয়তায় ৷ সকলের পাশে দাঁড়াই সহায়তার উদ্দেশ্যে সেলফি তোলার জন্য নয় ৷ মানুষ হচ্ছে মানুষের জন্য ৷