****কেমনতর আলিঙ্গন??****
প্রত্যুষা ব্যানার্জী চক্রবর্ত্তী (রিয়া)
এ কেমনতর আলিঙ্গন??
কেবলই শরীরের দিকে চেয়ে রয়েছে লোলুপ দৃষ্টি,
কেবলই একটা ছুতো খোঁজা….শরীরটা কে মাপার জন্যে,
কেবলই লোলুপতা-বিকৃত মনোভাব-কু-দৃষ্টি-মনের ছাপ………..
এ কেমনতর আলিঙ্গন??
কেবলই লোকদেখানো মিলন,সুযোগ বুঝে কোপ মারার অপেক্ষা,
ভাই-ভাই বুলি কেবলই মুখে আওড়ানো……
প্রয়োজনে তলোয়ার-বন্দুক-কার্তুজ দিয়ে হানতেও দ্বিধাবোধ করে না………..
এ কেমনতর আলিঙ্গন??
বাতানাকুল ঘরে বসে,আসন সমঝোতা,গলাগলি,হাসাহাসি…….
বাইরে নিজেদের স্বার্থ রক্ষার্থে খুন সাধারণ মানুষ……….
জিলিপির প্যাঁচের চেয়েও কঠিন প্যাঁচের মারকাট বোঝে না……
কেবলই বলি হচ্ছে প্রতিনিয়ত!!
লোকদেখানি আলিঙ্গন মুছবে কবে?
মিথ্যে-লোলুপ-দৃষ্টির আলিঙ্গন বন্ধ হবে কবে?
কবে মানুষে-মানুষে সত্যির আলিঙ্গন ঘটবে?
কবে পৃথিবী সেই আলিঙ্গনে মুগ্ধ হবে,স্বস্তি পাবে?,
কবে?কবে?কবে?