শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
Home > নতুন বই > এবার বইমেলায় মাস্টার দা নাঈমের ১৪১৩ টুকরো একটি লাশ আসছে

এবার বইমেলায় মাস্টার দা নাঈমের ১৪১৩ টুকরো একটি লাশ আসছে

Spread the love

অক্ষরঃ মাস্টার দা নাঈম একজন তরুণ প্রতিভাবান কথাসাহিত্যিক। জন্ম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ২নং চরবংশী ইউনিয়নে। আসন্ন একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী থেকে আসছে তাঁর প্রথম গল্পগ্রন্থ “১৪১৩ টুকরো একটি লাশ!” বইটির প্রচ্ছদ করেছেন দেশ সেরা ও জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী “ধ্রুব এষ।” বইটির বিক্রয় মূল্য ১২০ টাকা।
“১৪১৩ টুকরো একটি লাশ” গল্পটির রহস্য জানতে চাইলে লেখক জানান, অনেকেই হয়ত বইয়ের নাম পড়েই ভাবছেন একটি লাশকে কি কখনো ১৪১৩ টুকরো করা সম্ভব! হ্যাঁ, এই প্রশ্নটা আমারো। আপনি যখন কাউকে সত্যিকার অর্থে ভালবাসবেন, হৃদয় উজার করে চাইবেন। তখন ঠিক সেই মানুষটাও একই ভাবে আপনাকে ভালবাসুক এটাই হয় প্রতিটি মানুষের একান্ত চাওয়া। এই চাওয়া আর পাওয়ার মাঝে প্রতারণা নামের নষ্টবীজ যদি একবার ঢুকে পড়ে তবে একটা জীবন মর্গে যাবে! কখনো কখনো তীব্র ভালোবাসা থেকে তৈরি হয় এক পৃথিবী ঘৃণা। আর এই ঘৃণার বারুদ জ্বলতে থাকলে মহাপ্রলয় ঘটিয়ে দেওয়া যায় নিমিষেই। ভালোবাসা থেকে বিশ্বাস; এরপর প্রতারণা! এসব কিছু মেনে নিলেও ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে শুরু হয় ঘৃণা। অতঃপর মহাপ্রলয়…! এমনই একটি ঘটনার বর্ণনা নিয়ে মলাটবদ্ব হয়েছে ১৪১৩ টুকরো একটি লাশ। এছাড়াও এই গল্পগ্রন্থে ঠাঁই পেয়েছে- দেশ, মানবতা, দুর্দশা, প্রেম-বিরহ,হাসি-কান্নার মোট ৮ টি গল্প। আমি এই গল্পগ্রন্থ নিয়ে ব্যাপক আশাবাদী। পাঠকের ভালোবাসা পেলে লিখে যাবো পাঠকের জন্যই।

Facebook Comments