Saturday, June 10, 2023
Home > বিনোদন > এবার ঈদে আসছে সাবিলা নূরের ‘ঠিকানা’

এবার ঈদে আসছে সাবিলা নূরের ‘ঠিকানা’

Spread the love

ঈদের বিশেষ নাটক ‘ঠিকানা’। মাছারাঙা টেলিভিশনে ঈদের ৪র্থ দিন রাত ৯টায় প্রচার হবে নাটকটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন তৌসিফ, সাবিলা নূর প্রমুখ। ধনী বাবার একমাত্র আদরের দুলাল সজীব। মা না থাকার কারণে বাবা অতি আহ্লাদের মধ্য দিয়ে ছেলেকে বড় করেছে। কিন্তু ছেলেটা বখে গেছে। বাবার কাছ থেকে টাকা নিয়ে ড্রিংকস করে, গভীর রাতে বাড়ি ফেরে, বন্ধু-বান্ধব নিয়ে লং ড্রাইভে গিয়ে অ্যাক্সিডেন্টে মানুষ মেরে ফেলে, ক্রেডিট কার্ড দিয়ে দেয় গার্লফ্রেন্ডের হাতে ইচ্ছেমতো খরচ করার জন্য। একদিন বাবা তাকে বলে টাকা এমনি এমনি আসে না, টাকা কষ্ট করে রোজগার করতে হয়। নিজে রোজগার করে দেখো টাকা কামানো কত কষ্টের। ছেলেও বাবার সাথে জেদ ধরে নেমে যায় পথে। শুরু হয় তার বাস্তবজীবন। এক বন্ধুর বাসায় আশ্রয় হয়। এখানে পরিচয় হয় রুপার সাথে। কুয়েত প্রবাসী এক লোকের সাথে রূপার বিয়ে ঠিক হয়েছে, যাকে রুপা কখনোই দেখেনি। এরইমধ্যে ছোটখাটো কাজ খুঁজতে থাকে সজীব, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। রুপার সাথে তার সখ্য বাড়তে থাকে। এক সময় বাবার কথা বুঝতে পারে সে। রুপাকে বিয়ে করে বাড়ি ফিরে যায়।

Facebook Comments