Saturday, June 10, 2023
Home > বিনোদন > এবার ইসলামিক গানের মডেল বিপাশা (ভিডিও)

এবার ইসলামিক গানের মডেল বিপাশা (ভিডিও)

Spread the love

বিনোদন ডেস্ক :  বিপাশা কবিরকে দর্শকরা মূলত চিনেন আইটেম গার্ল হিসেবে! চলমান সময়ের চলচ্চিত্রের বেশিরভাগ আইটেম গানের সঙ্গে তার উপস্থিতি নতুন মাত্রা যোগ করে। তবে এবার সেই পরিচয়ের  ‍পুরোই বিপরীতে হাঁটলেন বিপাশা। মডেল হলেন একটি ইসলামিক গানের ভিডিওতে।

গত ১৪ মে ‘বইছে পবিত্রতা’ নামের এই বিশেষ গান-ভিডিওটি প্রকাশ করেছে এস এস মিউজিক ক্লাব।

গানটি লিখেছেন ফাজবীর তাজ। সুর করেছেন কাজী শুভ ও কে এম মনির। গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। সংগীতায়োজনে ছিলেন রাফি।  ভিডিওটি নির্মাণ করেছেন ওসমান মিরাজ।

গানটির কথা- এসেছে রহমতেরই মাস, রোজা রাখো হে মুমিন/ এসেছে মাগফিরাতেরই মাস, রোজা রাখো হে মুমিন।

গানটি প্রসঙ্গে বিপাশা কবির বলেন, ইসলামিক গানটিতে কাজ করে মনে প্রশান্তি পেলাম। গানের কথাগুলো অসাধারণ। সবার ভালো লাগবে।

গানটি দেখতে ক্লিক করুন : বইছে পবিত্রতা

Facebook Comments