Saturday, June 10, 2023
Home > ফিচার > এখানে সকল রোজাদারদের বিনামূল্যে ইফতার করানো হয়

এখানে সকল রোজাদারদের বিনামূল্যে ইফতার করানো হয়

Spread the love

অক্ষর ঃ রোজাদাররা দিনব‍্যাপী রোজা রেখে দৈনন্দিন কাজ যেমন চাকরি, ব‍্যবসায়, দিনমজুরি সেরে ইফতারের জন‍্য ঘরে ফিরেন। ওই সময় থাকে প্রচন্ড জ‍্যাম, সময়মত বাসায় পৌঁছানো হয়ে যায় খুব কষ্টকর। অনেক সময় ইফতারি মিস হয়ে যায়।

কিন্তু উপায় কি? অসাধু সিন্ডিকেটবাজরা রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব‍্যের দাম যে হারে বাড়ায় দৈনিক বাইরে ইফতারি করা সবার পক্ষে সম্ভব না। কাঁচামাল কিনতে খরচ বেশী হওয়ায় রেস্টুরেন্ট কর্তৃপক্ষও নিতান্তই বাধ‍্য হন খাদ‍্যের দাম বাড়াতে। সবমিলিয়ে দূর্ভোগে পড়তে হয় সাধারণ রোজাদারদের।

তাই রোজাদারদের সুবিধার্থে পাঁচলাইশের “ঝাল বিতান” বিনামূল্যে ইফতারের ব‍্যবস্থা করেছেন, যাতে মিস না হয় আপনার মূল‍্যবান ইফতারটি। ২০নং কে.বি. ফজলুল কাদের রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম । রেস্টুরেন্টের নাম “ঝাল বিতান।

Facebook Comments