Spread the love
এক হাজার আলোকবর্ষ পর
ঠিক এভাবেই ফিরে আসবে আমার প্রেম
সেদিন হয়তবা চন্দ্রগ্রহণ হবে আকাশে
আজ থেকে ঠিক এক হাজার আলোকবর্ষ পর।
আমার শবদেহ সমাধিস্থ করার এক হাজার রাতের পর
আকাশদীপ জ্বেলে নেব আমার বুকে
পৃথিবীতে আমাদের যে প্রেম ছিল তার প্রথম জন্মাষ্টমী করব সেদিন।
আকাশদীপে ছেয়ে যাবে পুরো আকাশ
প্রত্যেকটা দীপ প্রজ্বলন হবে আমার বুক থেকে
ঠিক! এক হাজার আলোকবর্ষ পর।
এ সময়ে জন্ম নেয়া প্রকৃতির সকল সবুজ অঙ্গ আমার প্রেমের সাক্ষী।
আজ থেকে,
ঠিক! এক হাজার আলোকবর্ষ পর।
Facebook Comments