Monday, January 17, 2022
Home > বিনোদন > “একলা আকাশ” মুভি রিভিউ ।। রেদওয়ান জ্যোতি

“একলা আকাশ” মুভি রিভিউ ।। রেদওয়ান জ্যোতি

Spread the love

মুভি রিভিউ

মুভিঃ একলা আকাশ
অভিনয়েঃ পার্নো মিত্র
পরমব্রত ও
গৌতম ঘোষ।

নিশা,মডেলিং করতে যায়, কিন্তু এম্বিশন নেই। অরিজিৎ-এর প্রেমে পড়ে। সাধারণত যা হয়,মিলনাত্মক সমাপ্তি।
কিন্তু ঘটনাটা অন্যখানে ঘটে।
ক্যারিয়ার-এর প্রয়োজনে বস তনুকার( দেবলীনা) নানা আবদার মেটাতে হয়,
যা স্ত্রী হিসেবে নিশার মানতে কষ্ট হয়।
বেবি এস্পেক্ট করে দুজনেই।
কিন্তু নানান জটিল মুহূর্তে স্ত্রীর পাশে আসতে পারেনা অরিজিৎ,বাদ সাধে তনুকা।
এদিকে কলেজ লাইফের শিক্ষক এস আর -এর সাথে নিশা ওরফে পার্নোর খুব ফেয়ার একটা সম্পর্ক ছিলো। অনেক দিন যোগাযোগ নেই।
অসুস্থ নিশা অরিজিৎকে বার বার ফোন দিতে গিয়ে স্যারের নাম্বারে চলে যায়,টুকটাক কথা হয়।
দাম্পত্যেরর ভাঙন বাড়তেই থাকে নিশার।
স্যার একটা মৌলিক ছবির গল্প লেখে নিশাকে ঘিরে।নিশা প্রেগন্যান্ট থাকে।
প্রযোজক রুদ্রনীল-এর অনেক টাকা, ঝানু ব্যবসায়ী সে।
এমন ছবিতেও ইনভেস্ট করতে চায়,
অপেক্ষা করে নিশার সুস্থতার জন্য।
নিশা না না করেও রাজি হয়ে যায়।
কারণ পরিচালক আর নায়িকার মধ্যে যদি কেমেস্ট্রি থাকে, তাহলে নাকি থার্ড ডাইমেনশন তৈরি হয়।
বেবি আসলো, বাবা নেই। হামাগুড়ি দিলো, বাবা নেই। জন্মদিন এলো,বাবা নেই।
বাবা কোথায়!
আন্দাজ করতে পারবেন।
নিশা গুণী অভিনেত্রী হয়। কিন্তু মেয়ে দিশার কী হয়?
আমি বলি, ভালোবাসা না পেলে মানুষ মরে যায়।
পরিচালক -এর একটা জিনিস খুব হাস্যকর লাগলো।
বউকে ভালবেসেও অন্য মেয়ের সাথে শারীরিক সম্পর্ক অন্যায় নয়- এইটা বোঝানোর হাস্যকর প্রচেষ্টা।
শেষটা অন্য রকম হতে পারতো।
পুরো ছবি জুড়ে গৌতম ঘোষের অনবদ্য অভিনয় আমাকে মুগ্ধ করেছে।
হাহাকারের গল্প ছবি জুড়ে।
“আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে
শুধু তোমায় ভালবেসে।”
গানটা অসাধারণ লেগেছে!

Facebook Comments