Sunday, January 16, 2022
Home > বই আলোচনা > একটি সামাজিক উপন্যাস ‘পূণ্যবতী’

একটি সামাজিক উপন্যাস ‘পূণ্যবতী’

Spread the love

রাসনা বেগম : অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে প্রকাশিত হয় হাবিবা মীম এর প্রথম উপন্যাস ‘পূণ্যবতী’। বইটি প্রকাশ করেছে চৈতন্য প্রকাশনী। উপন্যাসটিতে একজন মেয়ের পবিত্রতা রক্ষার লড়াই ফুটে উঠেছে। কতুটুকু অসৎ সঙ্গ থেকে বেচেঁ থাকলে সুন্দর ও কাটাঁ বিহীন হয় আগামীর পথ এই প্রশ্নের জবাব মিলবে এখানেই।

জীবনের যুদ্ধক্ষেত্রে কেউ কেউ বিজয়ী হয়, কেউ কেউ বিজেতা। এই যুদ্ধটা করার কৌশল নিজেকেই বের করে নিতে হয়, কেউ কারও লড়াইটা করে দেয় না। যার স্বপ্নটা সব আঘাত সহ্য করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, তার স্বপ্নটাই জয়ী হয় অবশেষে।

নিজের উপন্যাস সম্পর্কে লেখিকা হাবিবা মীম বলেন, ছোট্ট করে পারিবারিকভোবে ভাইবোনের সর্ম্পক কীরূপ হওয়া প্রয়োজন সেটাই চেষ্টা করে পূণ্যবতীতে। আশা করছি উপন্যাসটি পাঠকের হৃদয় কিছুনা কিছু প্রতিতক্রিয়া সৃষ্টি করবে। সবাইকে বইটি পড়ে দেখার অনুরোধ।

বই : পূণবতী
লেখিকা : হাবিবা মীম
প্রকাশনা : চৈতন্য
মূল্য : ১৭০
গ্রন্থ : উপন্যাস
প্রচ্ছদ : হিমেল হক

Facebook Comments