শুক্রবার, মার্চ ৩১, ২০২৩
Home > ছড়া/কবিতা > ইচ্ছে করে ।। রিয়াদ হাসান

ইচ্ছে করে ।। রিয়াদ হাসান

Spread the love

আমার বড় ইচ্ছে করে
পাখির মতো ডানা মেলে
উড়ে যাব দূরে
পুকুর জলে স্নান করব
মনের সুখে গান ধরব
কোকিলের ঐ সূরে।

আমার বড় ইচ্ছে করে
মাছের মতো স্বাধীন হয়ে
কাটব সাঁতার জলে
পাখির মতো স্বাধীন রবো
মধুর খোঁজে শরিক হব
মৌমাছির ঐ দলে।

আমার বড় ইচ্ছে করে
প্রজাপতির মতো উড়ে
আনব ফুলের কলি
ভ্রমরগুলোর সাথে মিশে
বসে গোলাপের ঐ শীষে
মধুর কথা বলি।

আমার বড় ইচ্ছে করে
ঘোড়ার মতো সদা দৌড়ে
হব যে মাঠ পার
তিমি মাছের লেজটি ধরে
হাত দুটিতে ভর যে করে
কাটব যে সাঁতার।

Facebook Comments